online-delivery
Sadman Shop অনলাইন ডেলিভারির শর্তাবলি
বর্তমানে বাংলাদেশের যেকোনো প্রান্তে নির্দিষ্ট পণ্যে ক্যাশ অন ডেলিভারি সুবিধা রয়েছে। অনলাইন ডেলিভারির ক্ষেত্রে ডেলিভারি চার্জ/কুরিয়ার চার্জ প্রযোজ্য। ঢাকা/গাজীপুর/রংপুর/চট্টগ্রাম/খুলনা শহরে আমাদের নিজস্ব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য ডেলিভারি করা হয়, এছাড়াও অন্যান্য শহরগুলোতে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য ডেলিভারি সম্পন্ন করে থাকি।
পেমেন্ট ও ডেলিভারি সম্পর্কিত শর্তাবলি:
- কুরিয়ারের মাধ্যমে ডেলিভারিকৃত পণ্যের মূল্যের সম্পূর্ণ বা আংশিক মূল্য বিকাশ, ব্যাংক ট্রান্সফার বা অনলাইন পেমেন্টের মাধ্যমে এডভান্স পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে।
- ঢাকা/গাজীপুর/রংপুর/চট্টগ্রাম/খুলনা শহরে পণ্যের মূল্য ২০,০০০ টাকার উপরে হলে পণ্যের আংশিক মূল্য পরিশোধ করতে হতে পারে।
- কুরিয়ারের মাধ্যমে ডেলিভারিকৃত পণ্যের সম্পূর্ণ কুরিয়ার চার্জ ক্রেতাকে বহন করতে হবে।
- অনলাইন অর্ডারের ক্ষেত্রে ডেলিভারি সময় ১ থেকে ৩ দিন বা তারও বেশি হতে পারে।
- পেমেন্ট কনফার্মেশনের এসএমএস পাওয়ার ৩ দিনের মধ্যে পেমেন্ট করতে হবে। এর পর পেমেন্ট করলে পণ্য স্টক শেষ হয়ে যেতে পারে বা মূল্য পরিবর্তিত হতে পারে।
- অর্ডারকৃত পণ্য স্টকে না থাকলে ক্রেতার সম্মতিক্রমে পণ্য পরিবর্তন বা মূল্য রিফান্ড করা হবে।
- নির্দিষ্ট ফ্ল্যাটে গিয়ে ডেলিভারি সাময়িক বন্ধ রাখা হয়েছে। ক্রেতাকে বিল্ডিংয়ের মেইন গেট থেকে পণ্য রিসিভ করতে হবে।
নির্দিষ্ট শহরে হোম ডেলিভারি:
- চট্টগ্রাম শহর: আগ্রাবাদ, চৌমুহনী, টাইগারপাস, জিইসি মোড়, চকবাজারসহ নির্দিষ্ট এরিয়াতে হোম ডেলিভারি সুবিধা রয়েছে।
- গাজীপুর শহর: টাকশাল, জয়দেবপুর, বোর্ড বাজারসহ নির্দিষ্ট এরিয়াতে হোম ডেলিভারি সুবিধা রয়েছে। এই এরিয়াগুলোতে মেইন রোড ও তার পাশে ডেলিভারি করা হবে।
ইন্টারন্যাশনাল পেমেন্ট:
- আন্তর্জাতিক পেমেন্টের ক্ষেত্রে যে কার্ডের মাধ্যমে পেমেন্ট করা হয়েছে সেই কার্ডের স্বচ্ছ ছবি এবং কার্ডহোল্ডারের ভোটার আইডি/ন্যাশনাল আইডি/ড্রাইভিং লাইসেন্স/পাসপোর্ট এর ছবি আমাদের অফিসিয়াল ইমেইল বা ফেসবুক পেজে পাঠাতে হবে।
- আন্তর্জাতিক কার্ডে কোন ইএমআই (EMI) প্রযোজ্য নয়।
স্পেশাল ক্যাম্পেইন ও ভাউচার:
- কোন স্পেশাল ক্যাম্পেইন অফারের পণ্যে ভাউচার বা কুপন ব্যবহার করে ডিসকাউন্ট পেলে সেই পণ্য থেকে স্টার পয়েন্ট অর্জিত হবে না। তদ্রূপ কোন অফারের পণ্যে কুপন ব্যবহার করা যাবে না।
স্টোর পিকআপ:
- Sadman Shop অনলাইন শপ থেকে অর্ডার করে ক্রেতা তার পণ্যটি যেকোনো শপ থেকে স্টোর পিক করতে পারবেন। এক্ষেত্রে এজেন্টের কনফার্মেশনের পর প্রদত্ত সময়ে শপ থেকে পণ্য রিসিভ করতে হবে।
- নির্দিষ্ট শপে পণ্যের স্টক না থাকলে অন্য শপ থেকে পণ্য ওই শপে ট্রান্সফার করে আনার পর ক্রেতা স্টোর পিক করতে পারবেন তবে এ ক্ষেত্রে এডভান্স পেমেন্ট করতে হবে।
এসি (AC) ক্রয়ের ক্ষেত্রে:
- এসি শুধুমাত্র অনলাইন অর্ডার করে ক্রয় করা যাবে।
- এসি ক্রয়ে ক্রেতা অনলাইন অর্ডার করে শুধুমাত্র ঢাকা ও গাজীপুর ব্রাঞ্চ থেকে ফ্রি স্টোর পিক করতে পারবেন। অন্য যেকোনো জেলায় ডেলিভারি/স্টোর পিকের ক্ষেত্রে কুরিয়ার চার্জ প্রযোজ্য।
Sadman Shop এক্সপ্রেস ডেলিভারির শর্তাবলি:
- শুধুমাত্র পণ্য নির্দিষ্ট স্টকে থাকলে এক্সপ্রেস ডেলিভারিতে অর্ডার নেয়া হয়।
- অর্ডার কনফার্মের সময় থেকে ২৪ কর্মঘণ্টার মধ্যে এক্সপ্রেস ডেলিভারি করা হয়। ডেলিভারি করতে ২৪ কর্মঘণ্টার বেশি সময় লাগলে ক্রেতাকে কোন ডেলিভারি চার্জ বহন করতে হবে না (শর্ত প্রযোজ্য)।
- এক্সপ্রেস ডেলিভারি দিনে দুপুর ১২টার আগে কনফার্ম করলে সেই দিনেই ডেলিভারি করা হবে, ১২টার পরে কনফার্ম করলে তা পরবর্তী দিন ডেলিভারি করা হবে।
- এক্সপ্রেস ডেলিভারিতে কোন ফ্রি ডেলিভারি অফার প্রযোজ্য নয়।
ওয়েবসাইট কারিগরি ত্রুটি:
- ওয়েবসাইটের কারিগরি ত্রুটির কারণে কোনো পণ্যের মূল্য বর্তমান বাজার মূল্যের সাথে অসঙ্গতিপূর্ণ থাকলে Sadman Shop কর্তৃপক্ষ সম্মানিত ক্রেতাকে অবগত করে বা না করে সেই অর্ডারটি বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
Sadman Shop অনলাইন শপের ডোমেইন: